• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: জাতিসংঘ’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৬
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের এক বিবৃতিতে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি ওয়াশিংটন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দপ্তরের মুখপাত্র জানান, কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের মানবাধিকার রেকর্ডের দোহাই দিয়ে এই হস্তক্ষেপের যৌক্তিকতা দেখালেও জাতিসংঘ বলছে, একতরফা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

তেল সম্পদের নিয়ন্ত্রণ ও জনমনে আতঙ্ক বিবৃতিতে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ দায়িত্ব গ্রহণ করায় সাধারণ ভেনেজুয়েলাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানিগুলোর সহায়তায় ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার যে অঙ্গীকার করেছেন, সেটিও উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে।

আশঙ্কাজনক সামরিকীকরণ জাতিসংঘের আশঙ্কা, গত এক দশক ধরে ভেনেজুয়েলার পরিস্থিতি এমনিতেই নাজুক ছিল। এখন যুক্তরাষ্ট্রের এই সরাসরি হস্তক্ষেপ এবং দেশজুড়ে অত্যধিক সামরিকীকরণ পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলার জনগণের জন্য প্রয়োজন একটি ন্যায়সঙ্গত ও ভুক্তভোগী-কেন্দ্রিক জবাবদিহি প্রক্রিয়া, যা এই অস্থিতিশীল পরিবেশে বাধাগ্রস্ত হচ্ছে।

মাদুরো এখন মার্কিন আদালতে গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ‘ডেল্টা ফোর্স’ আকস্মিক হামলা চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের’ অভিযোগে মামলা ও বিচারিক প্রক্রিয়া চলছে।

সূত্র: এএফপি, এনডিটিভি।