কেশবপুরে ভাব স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের নিয়ে ভাব স্বেচ্ছাসেবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজুর পরিচালনায় মতবিনিময় সভায় অনলাইন জুমে প্রধান অতিথির বক্তব্য দেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান ও কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন। মতবিনিময় সভায়
স্বেচ্ছাসেবীরা ভাব বাংলাদেশের পক্ষে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখা, বিদ্যালয়ে বিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাইন করা ও বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখবেন বলে জানান। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, পরিবেশ ক্লাব গঠন, প্রশিক্ষণ ও পরিচালনায় স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :