ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
স্টাফ রিপোর্টার, যশোর:
১২ কোটি টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের রেল রোডের বাসিন্দা ও শার্শার রাড়ীপুকুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আলী আকবর বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোরের বেনাপোল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে ঝিনাইদাহ কালীগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম ও যশোর ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহিম সরদার।
মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসার সুবাদে আসামিদের সাথে আলী আকবরের পরিচয়। ব্যবসা সম্প্রসারণের জন্য আলী আকবর ব্যাংক থেকে লোন নেয়ার চেষ্টা করছিলেন। এসময় আসামিদের সাথে এ বিষয়ে আলোচনা করলে তারা যশোর ইউনিয়ন ব্যাংক থেকে ১২ কোটি টাকা লোনের ব্যবস্থা করে দিতে পারবেন বলে আশস্ত করেন। লোন করে দিতে আসামিরা ৫০ লাখ টাকা দাবি করে ঢাকার দুইটি ব্যাংক হিসাব নম্বর দিয়ে টাকা দিতে বলেন। আসামিদের কথায় বিশ^াস স্থাপন করে আলী আকবর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ২০ লাখ টাকা জমা দেন। এ টাকা পাওয়ার পর আসামিরা এক সামের মধ্যে ১২ কোটি টাকা লোন করে দেয়ার কথা থাকলেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে টাকা ফেরত চায়লে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ৩ নভেম্বর লিগ্যাল নোটিশ দেয়া হয় আসামিদের। তারা লিগ্যাল নোটিশ গ্রহণ করে টাকা না দিয়ে হুমকি দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে গত ২৫ নভেম্বর আসামিদের ডেকে টাকা চায়লে আসামিরা দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :