• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ট্রাকের চাপায় প্রাণ গেল কৃষকের


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫২) নামে এক কৃষকের মুত্য হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলীপুর নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবুল কালাম উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় ইউপি সদস্যের ভাই আবুল কালাম বাইসাইকেলযোগে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর ব্রীজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক সাইকেলের পেছনে ধাক্কা মারে। এতে চালক আবুল কালাম সাইকেল নিয়ে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ  ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে সাইকেলচালকের ক্ষতবিক্ষত ও ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।’