বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় ব্রিটিশ বিরোধী নেতা বিজয় রায়কে স্মরণ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারী ২০২৬, ৬:৫৩
বাঘারপাড়া প্রতিনিধি :
বিজয় চন্দ্র রায়। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। ওই সময় নেতাজী সুভাষ চন্দ্র বোষ কর্তৃক বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন তিনি। যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী কংগ্রেসের হয়ে ছাত্র ধর্মঘট, হরতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত বর্জন, সভা-সমাবেশসহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালাতে থাকেন। তার বৈপ্লবিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে নেতাজী ওই সময় বন্দবিলায় এসেছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) ছিল এই মহান নেতার ৪৪তম মৃত্যুবার্ষিকী। ভারতীয় কংগ্রেস পার্টি প্রতিবছর দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে থাকে। একই সাথে বিজয় রায়ের নিজভূমেও মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল। স্বাগত বক্তৃতা করেন বিজয় রায়ের পৌত্র অ্যাডভোকেট দেবাশীয় রায়। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিজয় রায়ের পৌত্র সোনালী ব্যাংকের কর্মকর্তা সুকান্ত রায়, বিজয় রায়ের পৌত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাতা রায়, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক-অভিভাবক কমিটির (পিটিএ) সদস্য কামরুজ্জামান, বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সহকারী শিক্ষক শাহী ভিলা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তৌহিদুর রহমান। স্মরণসভা শুরুর আগে বিদ্যালয় চত্বরে বিজয় রায়ের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শিক্ষানুরাগী বিজয় চন্দ্র রায় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পৈত্রিক সম্পত্তি থেকে ৭০ বিঘা জমি দান করে স্কুলটি প্রতিষ্ঠা করেন। এছাড়া, যশোর সরকারি এমএম কলেজ, যশোর সরকারি হোমিও কলেজ, বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ, বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতালপাড়া বাজার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং জমিদান করেন তিনি।
আপনার মতামত লিখুন :