• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২৭০ কোটি টাকার জার্মান অনুদান পেল বাংলাদেশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
দেশের জ্বালানি দক্ষতা, ডিজিটাল বিপ্লব এবং পরিকল্পিত নগর উন্নয়নসহ গুরুত্বপূর্ণ পাঁচটি খাতের উন্নয়নে জার্মানি ২১.৭৭ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭০ কোটি টাকা) অনুদান দিচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড-এর মধ্যে এ সংক্রান্ত পাঁচটি পৃথক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং চুক্তিতে স্বাক্ষর করেন।

যে ৫ প্রকল্পে মিলছে অনুদান জার্মান অনুদানের এই অর্থ প্রধানত পাঁচটি বিশেষ প্রকল্পের অধীনে ব্যয় করা হবে:
১. জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি: নীতিগত পরামর্শ ও জ্বালানি সাশ্রয় প্রকল্প।
২. ইন্টিগ্রেট: অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর সংহতি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি।
৩. প্রিসাইজ: শিল্প ও পরিবেশগত নিরাপত্তার বিষয়ে পেশাদার শিক্ষা।
৪. গ্রেস: পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (গ্রিন রুম এয়ার-কন্ডিশনিং) উন্নয়ন।
৫. ডিএস২এস: এশিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন প্রকল্প।

উন্নয়ন সহযোগিতার নতুন মাত্রা চুক্তি স্বাক্ষর শেষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, "জার্মানি বাংলাদেশের অন্যতম দীর্ঘমেয়াদী এবং বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। এই অনুদান বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অন্যদিকে, জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর হেনরিখ-জর্গেন শিলিং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে জার্মানির এই প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ করে গ্রিন এনার্জি এবং ডিজিটাল দক্ষতা বিষয়ক এই প্রকল্পগুলো দেশের শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় বড় অবদান রাখবে।