
স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা লাশটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যা করে সীমান্ত এলাকায় ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :