• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা, দোয়া ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, হেফাজতে ইসলাম অভয়নগর শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, ইসলামী আন্দোলনের নেতা আক্তার উদ্দিন পলাশ, খেলাফত মজলিশের নেতা মাওলানা জাকারিয়া হোসেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ফেরদাউস, রাকিব পাটোয়ারী, মেহেদী হাসান, মিয়াম হোসেন, অর্পা প্রমুখ। আলোচনা সভা শেষে আন্দোলনে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বছর পূর্তি উপলক্ষে সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, বিএনপি নেতা লিপু মোগল, সরোয়ার মোস্তাফিজ মিলন, শাহ জোবায়ের প্রমুখ। সমাবেশ শেষে দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিজয় র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।