• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য: নার্গিস বেগম


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে। নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত জনগণ মেনে নেবে না। বিএনপির শক্তি জনগণ— সেই শক্তি নিয়েই দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র প্রতিহত করে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়। এ লক্ষ্যেই দলটি দীর্ঘ ১৬ বছর বিরামহীন আন্দোলন চালিয়ে গেছে, যেখানে মহিলারা সাহস ও শক্তি যুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের অবদান বিএনপি সবসময় স্বীকৃতি দেয়। আগামী দিনে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করাই বিএনপির লড়াই।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বিএনপির ভিত মজবুত, কারণ এ দল জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। সীমাহীন নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী আন্দোলনের মাঠ ছাড়েনি। জনগণের কষ্ট লাঘব এবং দেশকে মাদক, অস্ত্রবাজ ও ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য।”

নারী নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন— নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন ।