তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়। এ লক্ষ্যেই দলটি দীর্ঘ ১৬ বছর বিরামহীন আন্দোলন চালিয়ে গেছে, যেখানে মহিলারা সাহস ও শক্তি যুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের অবদান বিএনপি সবসময় স্বীকৃতি দেয়। আগামী দিনে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করাই বিএনপির লড়াই।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বিএনপির ভিত মজবুত, কারণ এ দল জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। সীমাহীন নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী আন্দোলনের মাঠ ছাড়েনি। জনগণের কষ্ট লাঘব এবং দেশকে মাদক, অস্ত্রবাজ ও ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য।”
নারী নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন— নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন ।