হেরোইনের মামলায় হামিদপুরের মাদক ব্যবসায়ী ইকতারের যাবজ্জীবন কারাদন্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : হেরোইনের মামলায় হামিদপুরের মাদক ব্যবসায়ী ইকতারের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ইকতার যশোর সদরের হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ও রূপদিয়া গ্রামের ভাড়া বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি রুহুল কুদ্দুস কচি।
সাজাপ্রাপ্ত ইকতার হামিদপুর গ্রামের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৯ এপ্রিল রাতে কোতোয়ালি থানা পুলিশ সদরের রূপদিয়া বাজারে গাজী স্টোরের সামনে থেকে ইকতারকে আটক করে। এ সময় তার কোমরে গোজা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ইকতারের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ইকতারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই এইচ. এম. মাহমুদ।
দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি ইকতারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইকতার কারাগারে আটক আছে।
আপনার মতামত লিখুন :