• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ব্যাডমিন্টন কিনে না দেওয়ায় মাদরাসা ছাত্রের আত্মহত্যা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ব্যাডমিন্টন (র‌্যাকেট) কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে তানভীর হোসেন মীর (১৩) নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের মীরপাড়ায় এ ঘটনা ঘটে। 
তানভীর হোসেন মীর নাউলী গ্রামের মীরপাড়ার রাকিব হোসেন মীরের ছেলে। সে স্থানীয় নাউলী গোপিনাথপুর মিলনী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। 
মাদরাসাছাত্রের বাবা রাকিব হোসেন মীর জানান, শনিবার সন্ধ্যায় মাদরাসা থেকে ফিরে একটি ব্যাডমিন্টন কিনে দিতে বলে তানভীর। টাকার সমস্য থাকায় ব্যাডমিন্টন কিনে দিতে রাজি না হলে সে অভিমানে ঘরে চলে যায়। রাত ৯ টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করে তানভীরের সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙ্গা হয়। এ সময় গলায় মাফলার পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহযোগিতায় তানভীরের ঝুলন্ত মরদেহ নামানো হয়। পবিত্র কুরআনের ২৫ পারা সম্পন্ন করা ছেলেটি একটি ব্যাডমিন্টনের জন্য আত্মহত্যা করেছে। এ জন্য কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। 
এ ব্যাপারে রবিবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করা মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’