হামাসকে নিরস্ত্র করার দাবি: শান্তির নিশ্চয়তা দেবে?...
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে তাদের বিতাড়িত করার দাবিটি বছরের পর বছর ধরে ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে একাট্টাভাবে শোনা যাচ্ছে। অনেক বিশ্লেষক ও রাজনীতিবিদ মনে করেন, এই দাবিটিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রথম শর্ত। তবে ইতিহাসের প্রেক্ষাপটে বিষয়টি খতিয়ে দেখলে এই দাবির যৌক্তিকতা নিয়ে গভীর প্রশ্ন ওঠে। ইতিহাস বলছে, রাজনৈতিক স্বীকৃতি বা নিরাপত্তার গ্যারান্টি ছাড়া কোনো সশস্ত্র আন্দোলনই তাদের মূল শক্তি—অর্থাৎ অস্ত্র—ত্যাগ করতে রাজি হয় না।