যশোরে তালাক দেয়া স্ত্রীর জমি ও বাড়ি দখল করে নিয়েছে...
যশোরে তালাক দেয়া স্ত্রীর জমি ও বাড়ি দখল করে নিয়েছেন সাবেক স্বামী খুলনা বেতারে কর্মরত ড্রাইভার মারুফ হোসেন। বর্তমানে মারুফের তালকপ্রাপ্ত স্ত্রী এ্যানি খাতুন বাড়িঘর হারিয়ে এক ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়ি উদ্ধারে এ্যানি মামলা করেও দখল উচ্ছেদ করতে পারছেননা। অপরদিকে মারুফ একেরপর এক মামলা দিয়ে এ্যানি ও তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন। মারুফ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।