অভয়নগরে পেশাদার চোর চক্র গ্রেফতার, চোরাই ইলেকট্রনি...
বিভিন্ন এলাকা ঘুরে ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান চুরির ছক তৈরির পর করতেন চুরি। এরপর চোরাই মালামাল তারই এক সহযোগির মাধ্যমে করতেন বিক্রি। এমনই এক সক্রিয় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ।