গাঁজার মামলায় শার্শার দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে...
গাঁজার মামলায় শার্শার দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ ( জেলা ও দায়রা জজ)এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শার শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।