• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঝিনাইদহে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ঝিনাইদহের কেশবপুর গ্রামে তোয়াজ উদ্দিন শেখ নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তোয়াজ উদ্দিন ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার বিকালে তার ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছার আগেই স্বজনরা জানালার মাধ্যমে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে হত্যায় কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে এবং তদন্ত শুরু হয়েছে। নিহত তোয়াজ উদ্দিন গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে নিজ গ্রামে এসেছিলেন এবং স্ত্রী ও সন্তান না থাকায় একাই বসবাস করতেন।