যশোরে সৌদি রিয়াল প্রতারকচক্রের সদস্য বিপুল পেয়াদা ...
যশোরে সৌদি রিয়াল প্রতারকচক্রের সদস্য বিপুল পেয়াদা আটক করেছে পুলিশ। বিপুল পেয়াদা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের ইউনুস পেয়াদার ছেলে। এই ঘটনায় যশোর সদরের নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া হোসেন আটক বিপুল পেয়াদাসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।