যশোরে দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ...
যশোরের দুইটি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরএন রোড এলাকায় গিয়ে শেষ হয়।