রোগী পেলেই প্রোভিটেন ডিএক্স লেখেন চিকিৎসক সাইফুদ্দ...
মারাত্মক পেটে ব্যাথা ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এসেছিলেন চিনাটোলা এলাকার পারুল বেগম (৫০)। চিকিৎস সাইফুদ্দিন তাকে ভর্তি করিয়ে অন্যান্য ওষুধের সাথে ব্যবস্থাপত্রে প্রোভিটেন ডিএক্স লিখেছেন। একই সময়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়ে হাসপাতালে এসেছিলেন পারভিনা খাতুন। তাকেও প্রোভিটেন ডিএক্স লিখেছিলেন জরুরি বিভাগে দায়িত্বে থাকা ওই চিকিৎসক। যদিও এই দুই রোগীর দাবি, তাদের এত টাকার ওষুধ কেনার সামর্থ্য নেই। তবুও চিকিৎসক লিখেছেন। দ্রুত সুস্থ হতে তারা ইনজেকশন কিনেছেন।