• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর সদর উপজেলায় সাপের দংশনে তামান্না (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ডাঙ্গাবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামান্না স্বামী জুয়েল রানার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। ভোররাতে শয়নকক্ষের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ তার বাম হাতের তর্জনী আঙুলে দংশন করে। পরে শরীরে তীব্র যন্ত্রণা দেখা দিলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সকাল ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।