শার্শায় প্রতারণায় শেষ সম্বল হারালেন বৃদ্ধ ভ্যানচাল...
যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে প্রতারণার ফাঁদে পড়ে চার্জার ভ্যান হারালেন এক বৃদ্ধ চালক। চালককে কৌশলে দোকানে পাঠিয়ে মুহূর্তের মধ্যেই ভ্যান নিয়ে চম্পট দেয় দুই যাত্রী। এ ঘটনায় বাজারের বাতাস ভারী হয়ে ওঠে তার আহাজারিতে।