যশোরে তৎকালিন এসপি আনিসুর ও এটিএসআই রাফিকসহ ১০ জনে...
যশোরের ভাইপো সাইদ ও শাওনকে আটক, পুলিশ হেফাজতে হত্যার পর লাশ গুমের অভিযোগে তৎকালিন এসপি আনিসসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার ভাইপো সাইদের পিতা খোকন কাজী ওরফে কাজী তৌহিদুর রহমান খোকন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।