
যশোরের বাঘারপাড়া উপজেলায় চাঁদা না দেয়ায় ইজিবাইকের স্টাটারের ওপর হামলার অভিযোগ উঠেছে তাসকিন নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেন ও তার ভাই নুর ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুক্তার হোসেন জানান, তিনি ইজিবাইকের স্টাটারির পাশাপাশি পাইকারি ফলের ব্যবসা করেন। পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা তাসকিন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। অভিযোগ, চাঁদা না দিলে তিনি রাস্তা দিয়ে চলাচল করতে দেবেন না বলেও হুমকি দিতেন। বৃহস্পতিবার রাতে মুক্তার ও তার ছোট ভাই বাড়ি ফেরার সময় তাসকিন ও তার সহযোগীরা—যেখানে তুহিন, মাসুম বিল্লাহ, মিরাজ, সুইটসহ ৮–১০ জন ছিলেন—তাদের আটক করে চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে রামদা, হাসুয়া ও ছুরি দিয়ে মুক্তারকে আঘাত করে হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় নুর ইসলামও জখম হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
মুক্তারের অভিযোগ, তাসকিনের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তিনি যুবদলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার আচরণে অতিষ্ঠ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাজ হোসেন জানান, তাসকিন প্রতিনিয়ত ত্যাগী নেতাদের সঙ্গে খারাপ আচরণ করছেন। যুবদলের কোনো পদ না থাকায় দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণেরও আবেদন করেন।
অন্যদিকে, তাসকিন পাল্টা অভিযোগ করে বলেন, তিনি একজন ঠিকাদার। তার ‘তাসকিন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি দাবি করেন, মুক্তার তার ম্যানেজারের কাছে চাঁদা দাবী করেছিল এবং টাকা না পেয়ে সন্ত্রাসীদের নিয়ে তার প্রতিষ্ঠানে হামলা চালায়। ঘটনার সময় স্থানীয়রা ধাওয়া করলে মুক্তার পড়ে গিয়ে আহত হন। তার মতে, সব অভিযোগ ভিত্তিহীন।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :