• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

**“কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান”**


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় তিনি অভিযোগ করে বলেন, পতিত স্বৈরশাসক জনগণের অধিকার হরণের জন্য পেছন দিক দিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও মন্তব্য করেন, পিআর পদ্ধতি একটি বেআইনি দাবি। সংবিধানকে ইচ্ছেমতো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগ নয়, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।