স্বেচ্ছাশ্রমে মজুতখালী নদীর বাঁধ সংস্কার...
শত মানুষের স্বেচ্ছাশ্রমে যশোরের অভয়নগরে মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ধসে যাওয়া ১০০ মিটার বাঁধ সংস্কার করেন তারা। সংস্কার বা মেরামতের উদ্দেশ্যে সকাল থেকেই গ্রামের নারী-পুরুষ-যুবকরা ঝুড়ি, কোদাল, পলেথিনের বস্তা ও বাঁশ নিয়ে বাঁধে জড়ো হয়। স্থানীয় ইউপি সদস্যের আহবানে সকাল ১০ টা থেকে কাজ শুরু করা হয়।