• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের; ঘাতক বাস আটক, সড়ক বন্ধ করে বিক্ষোভ


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাগেরহাটে প্রতিনিধি: বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেস্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। তিনি প্রায় এক বছর আগে এনটিআরসিএর মাধ্যমে বিদ্যালয়টিতে নিয়োগ পান এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ শুরু করে। এর ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ তুলে নেয়। দুপুর সাড়ে ১১টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে।