কেশবপুরে ভবদহের প্রভাবে ১৮ হাজার বিঘা জমি অনাবাদি...
যশোরের দুঃখখ্যাত ভবদহের প্রভাবে কেশবপুরে জলাবদ্ধতায় প্রায় ১৮ হাজার বিঘা জমিতে আমন আবাদ করতে ব্যর্থ হয়েছেন কৃষকেরা। ফলে কৃষকেরা প্রায় ১২ হাজার মেট্রিকটন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন। যে কারণে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অতিরিক্ত বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে কৃষি জমি জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।