
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মহাজ্জেরপাড়া থেকে মাটির নিচে লুকানো এক নাইন এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে অভয়নগর আর্মি ক্যাম্প ও থানা পুলিশ। অভিযানটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উড়োতলা বারোয়াতলা আজিজুর রহমানের বাড়ির পেছনের মাটির নিচে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এ ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো আসামি গ্রেফতার করা হয়নি।
অভয়নগর আর্মি ক্যাম্প জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়েছে। অভয়নগর থানার সাব-ইনস্পেক্টর গোলাম রসুল জানান, যৌথ বাহিনীর অভিযান সফল হয়েছে, পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
আপনার মতামত লিখুন :