
নিজস্ব প্রতিবেদক: যশোর অভয়নগরের আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার পিতাসহ আটজনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা হয়েছে। অভয়নগর থানায় গেলে পুলিশ ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানানোর কারণে গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু বাদী হয়ে এই মামলাটি করেছেন। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা মামলাটি আদেশের জন্য রেখে দিয়েছেন।
আসামিরা হলো, অভয়নগরের গুয়াখোলা সুপারিপট্টির কামরুজ্জামান মজুমদার, তার ছেলে আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, একই এলাকার খোকা মাস্টারের ছেলে স¤্রাট, মহিলা কলেজ গেটের আক্কেল দপ্তরীর ছেলে এবং নওয়াপাড়া প্রেসক্লাবের বরখাস্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, মনিরুজ্জামানের ছেলে মিঠু, গরু হাটখোলার আজাদ শেষের ছেলে সৈকত হোসেন হিরা ইমদাদুল ইসলাম ও আশরাফুল ইসলাম মাসুম নামে আরও দুই যবক।
বাদী মামলায় বলেছেন, তিনি নওয়াপাড়া বাজারে মেসার্স জাফ্রিদি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে ব্যবসা করেন। বেশ কিছুদিন পূর্বে আসামি জনির নেতৃত্বে অন্যরা সকলে বাদী টিপুকে ধরে নিয়ে বুক সমান মাটিতে পুতে চার কোটি টাকা চাঁদা আদায় করে। এই ঘটনায় গত ২ আগস্ট টিপুর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে জনিসহ ছয়জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। ওই মামলায় জনিসহ কয়েকজন আটক হলেও মফিজ দপ্তরী এখনও পলাতক রয়েছেন। গত ৭ আগস্ট দুপুর ২টার দিকে বাদীর ফেসবুকে গঙঋওতটজ জঅঐগঅঘ নামে একটি পেজে ‘‘কিসের ভিত্তিতে আমরা জনি এন্টার প্রাইজে টাকা দিলাম এবং জাফ্রিদির টিপু কেন ব্যাংকে টাকা দিলেন’’ শিরোনামে কিছু মন্তব্য লেখা ছিলো। পাশাপাশি তিনশ’ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে জনি এন্টারপ্রাইজের সাথে জাফ্রিদির ব্যবসায়ীক কিছু চুক্তিনামা আপলোড করা হয়। এসময় টিপু মফিজুরের সাথে যোগাযোগ করেন। এসময় জনি এন্টারপ্রাইজের সাথে টিপুর কোন ব্যবসায়ীক চুক্তিনামা নেই বলে জানান টিপু। কিন্তু ওইগুলো জালজালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে বলে স্বীকার করা হয়। পাশাপাশি এই নিয়ে বাড়াবাড়ি করা হলে এবং পূর্বের মামলা প্রত্যাহার করা না হলে জীবনে শেষ করার হুমকি দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এই ঘটনায় অভয়নগর থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকতৃতি জানায় পুলিশ। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন। কিন্তু বিচারক আদেশের জন্য মামলাটি রেখে দিয়েছেন।
আপনার মতামত লিখুন :