
নিজস্ব প্রতিবেদক: “ভোলার জন্য ঐক্যবদ্ধ হও” প্রতিপাদ্যে রোটারি ইন্টারন্যাশনালের ২০২৫-২৬ বর্ষের সূচনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১ জুলাই) যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সম্মেলন এবং নানা মানবিক সহায়তা কার্যক্রম।
রোটারি যশোর জোনের উদ্যোগে সকালে যশোর ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। রঙিন ব্যানার, ফেস্টুন ও রোটারিয়ানদের পদচারণায় মুখরিত এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়।
পরে বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান।
এ সময় যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দুটি হুইলচেয়ার হস্তান্তর করা হয় এবং তিনজন অসচ্ছল ব্যক্তির হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত, রোটারি ৬৪ জেলার অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা, কো-অর্ডিনেটর সাইফুল্লাহ খালেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জোনের কো-কো-অর্ডিনেটর খাইরুল কবির চঞ্চলসহ বিভিন্ন রোটারি ক্লাবের প্রতিনিধিরা।
উল্লেখ্য, রোটারি যশোর জোনে যশোর, যশোর সেন্ট্রাল, নওয়াপাড়া, যশোর ইস্ট, সাতক্ষীরা, যশোর মিডসিটি, মাগুরা, কালিগঞ্জ, যশোর রূপান্তর, রয়েল সাতক্ষীরা, যশোর ওয়েস্ট, যশোর নর্থ, যশোর স্টারস, যশোর নকশি কাঁথা এবং নড়াইলসহ মোট ১৫টি ক্লাব অন্তর্ভুক্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :