নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তেহরান ও গাজা নিয়ে কড়া বার্তা ট্রাম্পের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তাদের আবারও বড় ধরনের হামলার শিকার হতে হবে। সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইরানকে বি-২ বোমারুর হুমকি সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান গত জুনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোপনে পুনরায় অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে। তিনি বলেন, “আমি শুনেছি তারা (ইরান) অস্ত্র তৈরি করছে। আমরা জানি তারা কোথায় কী করছে। আমি আশা করি তারা তা করবে না, কারণ আমরা বি-২ বোমারুর জ্বালানি অপচয় করতে চাই না। এটি (যুক্তরাষ্ট্র থেকে ইরানে যাওয়া) ৩৭ ঘণ্টার পথ।”
উল্লেখ্য, গত জুনে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান আবারও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে বলে খবর আসার পর ট্রাম্পের এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
হামাসকে ‘চরম পরিণতি’র হুঁশিয়ারি গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে ট্রাম্প হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। অন্যথায় তাদের ‘নরকের মতো’ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে ট্রাম্প জানান, বৈঠকে গাজায় তুর্কি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
ইসরায়েলের অবস্থান ও ‘ইসরায়েল প্রাইজ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল ইরানের সঙ্গে সরাসরি সংঘাত চায় না, তবে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি ট্রাম্পকে বিস্তারিত অবহিত করেছেন। বৈঠক শেষে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে ‘ইসরায়েল প্রাইজ’ উপহার দেওয়ার ঘোষণা দেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠক মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভবিষ্যৎ নীতি এবং গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আপনার মতামত লিখুন :