বিদেশি অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে যশোরের ডিবি পুুলিশ, চালকের স্বীকারেক্তি
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : যশোরে ডিবির পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে করেছে। আটককৃতরা হলো, বেনাপোলের ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ট্রাক চালক ফরহাদ হোসেন ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে ট্রাকের হেলপার সাকিব হোসেন। সোমবার রাতে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে ট্রাক চালক ফরহাদ হোসেন অস্ত্র ব্যসায়ীর নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছে।
ফরহাদ জানিয়েছে, তার নিজস্ব ট্রাক ভাড়ায় চালায়। সোমবার বেনাপোল থেকে আমদানি পন্য নিয়ে ঢাকা যাচ্ছিল সে। বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের আনোয়ার তাকে একটি অস্ত্র দিয়ে ঢাকায় নিয়ে যেতে বলে। আনোয়ার তাকে অস্ত্র বহনের মুজুরি হিসেবে ১০ হাজার টাকা দিয়েছিল। পথিমধ্যে যশোরের চাঁচড়ায় ট্রাক নিয়ে পৌছালে পুলিশ তাদের আটক, অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ জবানবন্দি গ্রহণ ও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া পালবাড়ি মহাসড়কে থামিয়ে তল্লাশি করে যশোরের ডিবি পুলিশ। এ সময় চালক ফরহাদ হোসেন ও হেলপার সাকিব হোসেনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে চালকের আসনের নিচ থেকে কসটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইট ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার কর হয়।
এ ঘটনায় ডিবির এসআই শেখ আবু হাসান আটক দুইজনেরন বিরুদ্ধে অস্ত্র আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন। আটক দুইজনকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সোপর্দ করলে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে চালক ফরহাদ হোসেন আদালতে ওই জবানবন্দি দিয়েছে।
আপনার মতামত লিখুন :