• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভয়নগর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এনামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি ইউনিট ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গুয়াখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান গোলদারের ছেলে জুয়েল (৩৬) কে আটক করা হয়। তার কাছ থেকে ৬৩ পিস নিষিদ্ধ "ট্যাপেন্টা" ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জুয়েল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।

পরে আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম “গ্রামের কাগজ”কে জানান, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”