• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ আজ


FavIcon
MD Mehedi Hasan
নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

গণ অধিকার পরিষদ শুক্রবার (আজ) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশ থেকে মূলত তিন দফা দাবি উত্থাপন করা হবে—
১. দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার,
২. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ,
৩. জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের সময় পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালায়। ওই হামলায় নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হন। দফতরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরও করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। যদিও সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হয়েছিল, তবে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

গণ অধিকার পরিষদের দাবি, নুরুল হক নুর জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে ভূমিকা রাখেন। তার ওপর এ হামলা কেবল দলের ওপর নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকারের ওপরও আঘাত। সংগঠনটির অভিযোগ, হামলার নেপথ্যে আওয়ামী লীগের সহযোগী বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র কাজ করছে, যা নতুন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার প্রচেষ্টা।

এই প্রেক্ষাপটে আয়োজিত শাহবাগের সংহতি সমাবেশে সর্বদলীয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।