যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৩০ মে, রাত সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজসংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি নীল-হলুদ রঙের FOTON মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি।
ঘটনার পর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর ডিবি পুলিশের একটি বিশেষ টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং চক্রটির সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়।
তদন্তের ধারাবাহিকতায় ২৫ জুলাই ভোরে রাজবাড়ী জেলার কালুখালী থানার মহেন্দ্রপুর এলাকা থেকে মো. শাহিন বিশ্বাস (৩২) কে প্রথমে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন সকালে মো. হামিদুল ইসলাম (২৯) এবং বেলা সাড়ে ১১টার দিকে মো. আবুল কালাম (২৪) কে সাভার মডেল থানার রাজাশন এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ঘটনার রাতে তারা ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল।
আটককৃতরা হলেন—রাজবাড়ী জেলার কালুখালী থানার মহেন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৩২), ঝড়ু বিশ্বাসের ছেলে মো. হামিদুল ইসলাম (২৯) এবং ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার দখলপুর গ্রামের মোকসেদ মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৪)।
জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।