প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2025 ইং
যশোরে সুজলপুরের গরু চুরি মামলায় ৮ জনকে অভিযুক্ত চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: যশোরে সুজলপুরের গরু চুরি মামলায় ৮ জনকে অভিযুক্ত চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তন্তকারী কর্মকর্তা এসআই হামিদুর রহমান।
অভিযুক্ত আসামিরা হলো, যশোর শহরতলীর আরপুর কুমারপাড়ার শুকুর আলীর ছেলে আব্দুল রায়হান ওরফে রহমন, ধর্মতলা রেলগেট বস্তির হাসমত আলীর ছেলে বাপ্পি শেখ, ইদ্রিসের ছেলে মিল, মুচিপাড়ার আব্দুর রহিমের ছেলে হোসেন খা, সদরের সুজলপুরের আজিজ শেখের ছেলে ইমরান শেখ, মাঠপাড়ার আব্দুল জলিলের ছেলে রাকিব হোসেন, সরদারপাড়ার খবির কসাইয়ের ছেলে সুজন ওরফে সবুজ ও শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বজলুর ছেলে ইয়াছিন আরাফাত স¤্রাট।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রæয়ারি রাতে সুজলপুর গ্রামের মকবুল হোসেন গরুর খাবার দিয়ে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পুনরায় গরুর খাবার দিতে গিয়ে দেখেন গোয়ালের দরজার তালা কাটা এবং একটি গরুও নেই। চোরেরা তালা কেটে গোয়ালে থাকা তিনটি গরু নিয়ে গেছে। যার দাম ২ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় মকবুল হোসেন পর দিন অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকালে আব্দুল রায়হান, রাকিব ও ইয়াছিনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতের সোপর্দ করা হলে গরু চুরির সাথে জড়িত ও অপর আসামিদের নাম জানিয়ে স্বীকারোক্তি জবানবন্দি দেয়। আসামি দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত বাপ্পি, ইমরান, সুজন, হোসেন ও মিলনকে পলাতক দেখানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ