প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2025 ইং
ভাইয়ের বাড়িতে সংগ্রামী জীবন স্বামী পরিত্যক্তা নারীর, নিঃস্ব করে দিল চোর

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে স্বামী পরিত্যক্তা নারী তাসলিমা খাতুনের দুটো গাভী চুরি করে নিয়েছে চোর চক্র। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে পিকআপে তুলে গাভী দুটি নিয়ে গেছে চোরেরা। বেঁচে থাকার সম্বল হারিয়ে এখন তাসলিমার বাড়িতে চলছে শোকের মাতম।
তাসলিমা খাতুনের বর্তমান বসবাস উপজেলার জলকর রোহিতা গ্রামে। বড়ভাই রেজাউল করিম ব্যাংক কর্মকর্তা। পরিবার নিয়ে বাইরে থাকেন। সেই সুবাদে ভাইয়ের বাড়িতে থেকে দারিদ্রতার সাথে সংগ্রাম করে তিন সন্তানকে নিয়ে কষ্টের জীবন তাসলিমার। নিজে গায়ে খেটে ছেলেকে উচ্চমাধ্যমিক পাশ করিয়েছেন। দুই মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন কলেজে। স্বামী খোঁজখবর না রাখায় মাঠে চাষকাজ ও গরু ছাগল পালন করে সংসার টিকিয়ে রেখেছেন তিনি।
তাসলিমার ভাষ্য, গোয়াল ঘরে দুটো গাভী, দুটো বাচুর ও তিনটি ছাগল রেখে অন্য দিনের ন্যায় তালাবন্ধ করে রেখেছেন। গতরাত দুটো পর্যন্ত মেয়ে লেখাপড়া করায় তারা জেগে ছিলেন। এরপর ঘরের গেটে তালা দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছেন। রাত তিনটার পর গরুর ডাক শুনে ঘুম থেকে উঠে গেটের তালা খুলতেই চোরেরা গাড়ি টান দিয়েছে।
তাসলিমা বলেন, আমরা যেন সহসায় বের হতে না পারি এজন্য চোরেরা ঘরের গেটের বাইরে থেকে তার পেঁচিয়ে রেখে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গাভী দুটো নিয়ে গেছে। একটা গাভীর পেটে বাচ্চা আছে। দুটো গাভীর দাম প্রায় দুই লাখ টাকা। চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে।
স্থানীয় মনু মিয়া বলেন, মেয়েটা যে কষ্ট করে তা বলার মত না। আমরা মাঠে আসা যাওয়ার সময় তার কষ্ট দেখি। গতকাল সন্ধ্যার সময়ও দেখেছি মেয়েটিকে মাঠে জমিতে কাজ করতে। চোরেরা তাকে শেষ করে গেছে।
রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান বলেন, রাতে গরু চুরির খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছে। গরুর কোন সন্ধান করা যায়নি।
মেম্বর বলেন, বিরতি দিয়ে প্রায় চোর এলাকায় ঢুকছে। সুযোগ পেলে তারা গোয়াল ঘরের তালা ভেঙ্গে পিকআপে তুলে নিয়ে যাচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর বলেন, গরু চুরির খবর কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।
ছবি : এই গোয়ালের তালা ভেঙ্গে তাসলিমার দুটো গাভী নিয়ে গেছে চোর চক্র।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ