চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে দায়ের করা চেক ডিজঅনার মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি পাল্টা দুই কোটি টাকার মানহানির মামলা করেছেন। সম্প্রতি চৌগাছা আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
মানহানির মামলায় আসামি করা হয়েছে চৌগাছার স্বরুপদাহ গ্রামের রবিউল ইসলাম, তার ছেলে সোহেল আহমেদ এবং টিপু সুলতানকে, যিনি আরাফ আলীর ছেলে।
মামলার তদন্ত প্রতিবেদনে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান উল্লেখ করেন, আতিকুর রহমান লেন্টু একজন বৈধ সার ডিলার এবং তিনি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে যুক্ত। অথচ মামলার ১ নম্বর আসামি রবিউল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা সিআর মামলা (নং-৪৭৩/২০২৪) দায়ের করেন, যা দণ্ডবিধির ৩৭৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় রুজু হয়।
তদন্ত শেষে পুলিশ জানায়, উক্ত মামলার অভিযোগগুলো ভিত্তিহীন এবং কোনো প্রমাণ মেলেনি। বরং এই মিথ্যা মামলার কারণে আতিকুর রহমানের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে—এই অভিযোগে তিনি মানহানির মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১/১০৯ ধারায় অভিযোগের সত্যতা মিললে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।