প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2025 ইং
সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালিদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়ার পাঁচবাড়িয়া ইসলামী আদর্শ নুরানী হাফেজি ও কওমী মাদ্রাসার ভবন নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান এনে দেয়ার কথা বলে সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় খালিদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার পাঁচবাড়িয়া গ্রামের রফিউদ্দিন সরদারের ছেলে মাদ্রাসার উপদেষ্টা মিলন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন বাঘারপাড়া থানার ওসিকে। আসামি খালিদুর রহমান অভয়নগরের শংকরপাশা কাজীপাড়া খেয়াঘাট এলাকার মৃত মেছের আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের ফতেপুর গ্রামের জিল্লুর রহমান বাঘারপাড়ার পাঁচবাড়িয়া ইসলামী আদর্শ নুরানী হাফেজি ও কওমী এতিম খানা লিল্লাহ বোডিংয়ের প্রতিষ্ঠাতা। হুজাইফা হচ্ছে মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক। জিল্লুর রহমান ও হুজাইফার মাধ্যমে আসামি খালিদুর রহমানের সাথে পরিচয় মাদ্রাসার উপদেষ্টা মিলনের। খালিদুর রহমান দেখতে শুনতে বুজুর্গ ব্যক্তি। তিনি এ মাদ্রাসার উন্নয়নে নানা পরামর্শ দিতেন। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরীতে অবকাঠামো উন্নয়নে আসামি খালিদুর রহমান সরকারি তহবিল ও মদিনা রাবেতা আল ইসলাম থেকে ৫০ লাখ টাকা অনুদান এনে দেয়ার প্রস্তাব দেন শাহিন ও অন্যদের। অনুদানের টাকা আনতে বেশকিছু টাকা খরচ হবে বলে জানায় খালিদুর। মিলনসহ অন্যরা খালিদুরের কথাবার্তায় বিশ^াস স্থাপন করে তার প্রস্তাবে রাজি হন। এরপর আসামি খালিদুরকে উপদেষ্টা মিলন, প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান ও শিক্ষক হুজাইফার কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে সাড়ে সাড়ে ১৫ লাখ টাকা দেন। টাকা নেয়ার এক মাস অতিবাহিত হলেও কোন অনুদান না আসায় তাদের সন্দেহ হয়। পরে খালিদুর রহমানের বাড়ির এলাকায় যেয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে সে একজন প্রতারক। তার বিরুদ্ধে প্রতারণার মামলা বিচারাধীন আছে। গত১৫ জুলাই আসামি খালিদুর রহমানকে মাদ্রাসায় ডেকে এনে টাকা ফেরত চাইলে দিবেনা বলে জানিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কৃর্তপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ