মালয়েশিয়ায় মৃত্যুর সাত দিন পর নিজ জন্মভূমি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামে ফিরলেন প্রবাসী সুজিত বিশ্বাস (২৭)। শনিবার দিবাগত রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহবাহী ফ্লাইট। আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টা ৫৫ মিনিটে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রোববার সকাল ৮টা ৩০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ পৌঁছায় শংকরপুর গ্রামের নিজ বাড়িতে। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত সুজিত বিশ্বাস ছিলেন শংকরপুর গ্রামের নাপিত পেশার শিবু বিশ্বাসের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং মালয়েশিয়ায় একটি ফুলের বাগানে মালি হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার (১৪ জুলাই) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুজিতের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পিতা-মাতা, ছোট বোন ও অন্যান্য স্বজনদের হারানোর বেদনায় বিহ্বল দেখা গেছে।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারের জন্য ৩৫ হাজার টাকার একটি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।