যশোরের কেশবপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গৃহবধূর নাম মারুফা বেগম। তিনি কেশবপুর উপজেলার বুড়িহাটী গ্রামের সামাদের মেয়ে। অভিযুক্ত স্বামী রুবেল ইসলাম, একই উপজেলার শেখপাড়া গ্রামের আনারুল শেখের ছেলে।
মারুফা বেগম জানান, সাত বছর আগে তাদের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় রুবেল যৌতুকের জন্য চাপ দিতে থাকে। তার পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে চার লাখ টাকা ও দুটি গরু দেওয়া হয়েছে। তবুও শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ হয়নি। বরং যৌতুকের দাবিতে তাকে নিয়মিত মারধর ও হত্যার হুমকি দেওয়া হতো।
তিন দিন আগে রুবেল তাকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বামী রুবেল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।