প্রিন্ট এর তারিখঃ Jul 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2025 ইং
স্বেচ্ছাশ্রমে মজুতখালী নদীর বাঁধ সংস্কার

অভয়নগর প্রতিনিধি : শত মানুষের স্বেচ্ছাশ্রমে যশোরের অভয়নগরে মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ধসে যাওয়া ১০০ মিটার বাঁধ সংস্কার করেন তারা।
সংস্কার বা মেরামতের উদ্দেশ্যে সকাল থেকেই গ্রামের নারী-পুরুষ-যুবকরা ঝুড়ি, কোদাল, পলেথিনের বস্তা ও বাঁশ নিয়ে বাঁধে জড়ো হয়। স্থানীয় ইউপি সদস্যের আহবানে সকাল ১০ টা থেকে কাজ শুরু করা হয়।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, গত বছর বর্ষা মৌসুমে পানি বাড়ার সাথে সাথে বাঁধের কয়েক স্থান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি কয়েক দিনের টানা বর্ষণে দিঘলীয়ারাবাদ গ্রামের মজুতখালী নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার ধসে যেতে শুরু করে। তাই গ্রামবাসীর উদ্যোগে দ্রæত সংস্কার করা হয়েছে। তা না হলে দিঘলীয়ারাবাদ, নলামারা ও জয়ারাবাদ এই তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ত। তলিয়ে যেত ফসল ও শত শত মাৎস্যঘের।
তিনি আরো বলেন, প্রায় ১০০ জন গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছেন। ধসে যাওয়া বেড়িবাঁধে ৮০০ বস্তা বালি ও ৮০টি বাঁশ ব্যবহার করা হয়েছে। বেড়িবাঁধ প্রাথমিকভাবে সংস্কার সম্পন্ন হয়েছে। গ্রামবাসীর অর্থায়নে এই কাজে খরচ হয়েছে ৮০ হাজার টাকা। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে এই কাজ করেছেন।
প্রসঙ্গত, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে শুরু হওয়া নদীর নাম মজুতখালী। এই নদীর অভয়নগর অংশে সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ, নলামারা ও জয়ারাবাদ গ্রাম রয়েছে। এই তিন গ্রামের মানুষ নদীর বেড়িবাঁধ ধসের কারণে আতঙ্কে ছিলেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বাঁধ সংস্কারের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড়ের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ