প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2025 ইং
যশোরে ভুয়া ডাক্তার ধরে পুরস্কার পেলেন সাহসী কনস্টেবল সোহেল রানা

স্টাফ রিপোর্টার : যশোরে ভুয়া ডাক্তার আটক করে আলোচিত পুলিশ কন্সেটেবল সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিক বান্ধব দক্ষতা পুরুস্কার। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স ডিলশেডে অনুষ্ঠিত জেলা মাসিক কল্যান সভায় সকলের সামনে পুলিশ সুপার রওনক জাহান তাকে পুরুস্কৃত করেন।
সোহেল রানা ২০২২ সালে ১০ ফেব্রুয়ারি যশোরে কন্সেটেবল হিসাবে যোগদান করেন। এর পরে তাতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ডিউটি প্রদান করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে কর্তৃপক্ষরে নির্দেশে দায়িত্ব পালন করেন। পরে পুনোরায় তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ডিউটি প্রদান করেন কর্তৃপক্ষ। এ সময় তিনি দালাল, বহিরাগত মোবাইল চোরসহ বিভিন্ন অপরাধীদের হাত থেকে হাসপাতালে আসা রোগীদের রক্ষা করে আসছেন। এর মধ্যে দীর্ঘ দিনের অভিযোগ হাসপাতালের মধ্যে ভুয়া ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে কন্সেটেবল সোহেল রানা তদন্ত শুরু করেন। কিন্তু হাসপাতালের ডাক্তার, ইন্টার্ণী ডাক্তার, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ডাক্তার এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তারের মধ্য থেকে ভুয়া ডাক্তার ধরা অসম্ভব হয়ে পড়ে। তার পরও তিনি নিজের তদন্ত অব্যাহত দীর্ঘ সাড়ে চারমাস পরে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ভুয়া ডাক্তারকে আটক করতে সক্ষম হন। বিষয়টি স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদও হয়। যা জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। যার ফলস্বরূপ পুলিশ সুপার রওনক জাহান তাকে পুরুস্কৃত করেন।
জেলা মাসিক কল্যান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন) নুর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ