প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2025 ইং
বেনাপোলে জলাবদ্ধতা: কোটি টাকার পণ্য ঝুঁকিতে

বেনাপোল প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে,বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বিভিন্ন স্থান পানিতে ডুবে আছে। ফলে দ্রুত পানি নিষ্কাশন না করলে, ক্ষতি হওয়ার সম্ভাবনা হাজার হাজার কোটি টাকার পণ্য। উল্লেখ্য বিগত দিন আগে বন্দরের পানি যেখান থেকে যেতো,সেই পানি যাওয়ার কালভার্ট গুলি বন্ধ করার কারণে এই ঘটনা ঘটছে।
জানা গেছে,বেনাপোল রেলওয়ে নির্মাণের কাজের জন্য কালভার্ট গুলি বন্ধ হয়ে আছে।
৯ জুলাই বুধবার সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের শ্রমিকরা ক্ষিপ্ত হওয়ার কারণে, বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক মোঃ মামুন কবির তরফদার বন্দরের লেবারদের শান্ত করে,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান এর সাথে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। এবং বেকু দিয়ে কালভার্ট এর সামনের মাটি কেটে পানি বাহির করেন।
বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার বলেন,বেনাপোল স্থল বন্দরের পানি যাওয়ার কালভার্ট আটকে রেখেছিলেন বেনাপোল রেলওয়ে স্টেশন,আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে পূর্বের কালভার্ট গুলি আবার নতুন করে ব্যবস্থা করছি। এই কালভার্ট গুলি হলে বন্দরে আর পানি জমে থাকবে না। সেই সাথে হাজার হাজার কোটি টাকার পণ্য আর নষ্ট হবে না।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,ভারী বর্ষার কারণে বন্দরে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় আমার শ্রমিকরা কাজ করতে পারেনা, এবং পানিতে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার পণ্য।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মোঃ মামুন কবির তরফদার, সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন,বেনাপোল স্থলবন্দরের প্রকৈশলী উপ পরিচালক এ মেস,টি মোছাঃ রোকসানা খাতুন,উপ সহকারী প্রকৈশলী মোঃ খোরসেদ আলম,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ লেবার সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ