প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
বকেয়া বেতন বোনাস পরিশোধ দাবিতে মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি - দক্ষিনাঞ্চলের
একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ
চিনিকলের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের পাওনা টাকা পরিশোধের দাবিতে
বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা কর্মবিরতী দিয়ে
মিলের প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন
করে বসে থাকেন। প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালে সিবিএ নেতাদের
মধ্যস্থ্যতায় বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
মিল
শ্রমিকরা জানায়, গত জুন মাসের বকেয়া বেতন এবং ফেব্রুয়ারী মাসের হলিডে ও
ফ্রাইডে'র পাওনা টাকা তারা পাচ্ছেনা । এদিন সকালে শ্রমিকরা তাদের নার্ষ্য
টাকা পরিশোধের দাবীতে ব্যবস্থাপনা পরিচালকের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে
নানা স্লোগান দিতে থাকেন । শ্রমিকদের বিক্ষোভে এক পর্ষায়ে মিলের
ব্যবস্থপনা পরিচালক অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ ও মিলের সিবিএ নেতারা এসে
পরিস্থিতি শান্ত করেন । এ সময় সিবিএ নেতৃবৃন্দ এমডির সাথে আলোচনা করে
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা এম ডির কার্যালয় থেকে
সরে যান ।
এ
বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন , মিলটি অর্থ সংকটে
থাকায় শ্রমিকদের বেতন দিতে পারেনি। এ কারনে তারা বিক্ষোভ করেছিল। তবে,
মিলের মজুদকৃত চিনি বিক্রি হলেই দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে
জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ