
ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোঁটচাদপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কারণ বর্তমানে কোনো দলীয় সরকার নেই, রয়েছে ইন্টারিম সরকার। ফলে মামলা-হামলা, ভয়ভীতি বা দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনী ফল প্রভাবিত করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর হাতে দেশের দায়িত্ব গেলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন করব, যেখানে থাকবে না লুটপাট, দুর্নীতি, হত্যা বা চাঁদাবাজি। আমরা বিশ্বাস করি, নেতৃত্ব হতে হবে সৎ, সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
সোমবার (৭ জুলাই) মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাজার, পাড়া-মহল্লা ও দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতামত গ্রহণ করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা সোলাইমান হোসেন ও সাবেক উপজেলা শিবির সভাপতি জামিল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের অংশগ্রহণে গণসংযোগটি হয়ে ওঠে প্রাণবন্ত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পাঁচবাড়িয়া গ্রামের প্রবীণ বাসিন্দা সুকান্ত দাস বলেন, আমি জীবনে বহুবার ভোট দিয়েছি, বহু দলকে দেখেছি। সবাই ক্ষমতায় গিয়ে নিজেদের কথা ভেবেছে, জনগণের কথা কেউ ভাবেনি। এবার জামায়াতকে ভোট দিয়ে দেখতে চাই তারা কেমন করে।
এমন অনেকেই গণসংযোগে জানায়, পুরোনো রাজনৈতিক দলগুলোর ওপর তাদের আস্থা কমে গেছে। তারা চায় একটি বিকল্প নেতৃত্ব, যারা কথা দিলে রাখবে, দুর্নীতিমুক্তভাবে দেশ চালাবে।
অধ্যাপক মতিয়ার রহমান আরও বলেন,
আমরা রাজনীতি করি আল্লাহভীতির ভিত্তিতে, জনগণের কল্যাণের জন্য। আমাদের লক্ষ্য ব্যক্তিগত লাভ নয়, একটি সৎ, ইনসাফপূর্ণ ও মানবিক রাষ্ট্র গঠন করা।”
তিনি সকলকে আহ্বান জানান,
ভোট দিন এমন একটি নেতৃত্বকে, যারা আপনাদের কথা শুনবে, আপনাদের পাশে থাকবে।
মহেশপুরের জনসাধারণের কণ্ঠে এখন পরিবর্তনের বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর তারা এমন একজন প্রতিনিধি খুঁজছেন, যিনি আদর্শিক নেতৃত্ব দিয়ে এ জনপদকে এগিয়ে নিতে পারবেন। অধ্যাপক মতিয়ার রহমান সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন অনেকের কাছে।