যশোর শহরের আরএন রোড এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচ যুবককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, তিনটি মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাজ্জাদুল হকের ছেলে সাদমান হক ত্বসীন, বেজপাড়া মেইন রোডের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান সজল, আরএন রোডের গোলাম ফারুকের ছেলে ইউসুফ হাসান কুতুব, একই এলাকার শামীম খানের ছেলে মেহেদী হাসান আরাফাত এবং বেজপাড়ার মশিয়ার গাজীর ছেলে মারফ গাজী।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সবুজ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার (৫ জুলাই) রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল টিম জানতে পারে, শহরের ইনফিনিটি শপিং মলের পাশে কয়েকজন যুবক ধারালো অস্ত্রসহ অবস্থান করছে এবং জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। খবর পেয়ে অভিযানে গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ যুবককে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের মধ্যে সাদমান ও সজলের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, কুতুবের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এবং অন্যদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথা বলছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রোববার (৬ জুলাই) আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।