প্রিন্ট এর তারিখঃ Jul 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2025 ইং
যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাস ও তার চালক আব্দুল গণিকে আটক করেছে।
নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।
মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের অদূরে একটি যাত্রীবাহী ভ্যানে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হন ভ্যানের অপর ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামকস্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ