প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2025 ইং
কেশবপুরের সাবেক মেয়র রফিককে ছাত্র-জনতা আটক করে পুলিশে দিয়েছে

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেছে। পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় উত্তেজিত জনতা তাকে জুতা ও লাঠি দিয়ে বে-ধড়ক মারপিট করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যায়।
কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার (২ জুলাই) দুপুরে ছাত্র-জনতা খবর পেয়ে কেশবপুর পৌর শহরের ভোগতিনরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামের ছনু মোড়লের ছেলে, সন্ত্রাসীদের গর্ড ফাদার সাবেক একতরফা ভোটের মেয়র মোঃ রফিকুল ইসলামের বাড়ি, প্রায় আড়াই ঘন্টা ঘেরাও করে রাখে। এসময় রফিকের সন্ত্রাসী বাহিনীর ৮/১০জন সদস্য ছাত্র-জনতার উপর হামলা করে। এ সুযোগে রফিক তাদের বাড়ি থেকে বের হয়ে, পাশের ভাগ্নে আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে আশ্রয় নেয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে জড়ো হয়ে রফিকের আটকের দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও জনতা ওই বাড়ি থেকে তাকে আটক করে। এসময় জনতা তার ওপর হামলা চালায়। এলাকাবাসীরা জানান, রফিক মোড়ল এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ঘের দখলসহ সন্ত্রাসী কর্মকান্ড ছিল তার পেশা। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে রফিক মোড়ল তার বাড়িতে ফিরে আসে। এখবর পেয়ে জনতা বুধবার তাদের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন আ.লীগ নেতা ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপদ্দ করেছে। সে সন্ত্রাসী জামাল ও মাহবুব বাহিনীর গর্ড ফাদার। তার নামে চাঁদাবাজি সন্ত্রাসীসহ একাধিক অভিযোগ রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ